খাগড়াছড়িতে পানিতে ভেসে যাওয়া মরদেহ উদ্ধার

এফএনএস (মোবারক হোসেন; লক্ষ্ণীছড়ি, খাগড়াছড়ি) : | প্রকাশ: ৩১ মে, ২০২৫, ০৭:২৫ পিএম
খাগড়াছড়িতে পানিতে ভেসে যাওয়া মরদেহ উদ্ধার

টানা ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলে খাগড়াছড়ি জেলার দীঘিনালায় ও লক্ষ্ণীছড়ি উপজেলায়  পানির স্রোতে ভেসে যাওয়া দুই জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার ৩০ মে আনুমানিক সকাল ৮ টায় দীঘিনালায় মাইনী নদীতে লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলো তড়িৎ চাকমা নামে এক ব্যক্তি। অন্যদিকে জেলার লক্ষ্ণীছড়ি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল উগ্রচিং মারমা(১৭)। প্রায় আড়াই ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আনুমানিক ৫০ ফুট দুরে তার লাশ পাওয়া যায়। লক্ষ্ণীছড়ি থানার ওসি(তদন্ত) মো: নুর আলম মাসুম সিদ্দিকী জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যপারে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়। জেলা প্রশাসকের পক্ষ হতে উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া ২০ হাজার টাকা লাশ শৎকারের জন্য অনুদান প্রদান করেন। এছাড়াও জেলায় ভারী বৃষ্টিপাত এখনো অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের টিম বিভিন্ন এলাকায় গিয়ে মাইকিং প্রচারণা চালিয়ে যাচ্ছে।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় শালবন, কুমিল্লা টিলাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এছাড়াও জেলা প্রশাসনের নির্দেশে প্রতিটি উপজেলায় আশ্রয় কেন্দ্র খোলাসহ পাহাড় ধ্বসের কবল থেকে রক্ষা পেতে সচেতনতামূলক কাজ করে যাচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে