স্বল্পোন্নত দেশ হতে মসৃণ ও টেকসই উত্তোরণে

কৃষি, শিল্প এবং সুশাসনের উপর গুরুত্ব দিতে হবে: স্বরাস্ট্র উপদেষ্টা

এফএনএস (মোঃ মাহাবুবুর রহমান; মুন্সীগঞ্জ ) : | প্রকাশ: ৩১ মে, ২০২৫, ০৭:৫২ পিএম
কৃষি, শিল্প এবং সুশাসনের উপর গুরুত্ব দিতে হবে: স্বরাস্ট্র উপদেষ্টা

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা  লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী ( অবঃ) স্বল্পোন্নত দেশ হতে উত্তোরণের চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় স্থানীয় কৃষি খাতকে আরও রপ্তানিমুখী করার উপর গুরুত্ব আরোপ করেছেন।তিনি আজ শনিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “ লোকাল লেভেল ষ্টেকহোল্ডারস কনসালটেশন অন ইনক্লুসিভ  স্মোাথ এন্ড সাসটেইনেবল এলডিসি গ্র্যাজুয়েশন শীর্ষক” এক  কর্মশালায় বক্তব  প্রদানকালে এসব কথা বলেন।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ( ইআরডি) এর সাপোর্ট টু সাসটেইনেবল গ্র্যাজুয়েশন প্রকল্প ( এসএসজিপি) এ কর্মশালার আয়োজন করে।

জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে কর্মশালায় আরো উপস্থিত ছিলেন গৃহায়ন , গণপুর্ত ও শিল্প মন্ত্রনালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান , প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী , ইআরডি সচিব মোঃ শাহরিয়ার কাদের ছিদ্দিকি।

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা  আরো বলেন স্বল্পোন্নত দেশ হতে উত্তরণকে টেকসই করতে হলে সুশাসনের কোন বিকল্প নেই।শিল্প মন্ত্রনালয়ের উপদেষ্টা বলেন মুন্সীগঞ্জে ক্ষুদ্র ও মাঝারী শিল্পসমূহ বিকাশের ব্যাপক সুযোগ রয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী  জাতীয় ঐক্য ও সংহতি শক্তিশালীকরনের উপর গুরুত্ব আরোপ করেন।তিনি বলেন বাংলাদেশকে এলডিসি উত্তরন করতেই হবে।এখান থেকে ফিরে আসার সুযোগ নেই। ইআরডি সচিব মোঃ শাহরিয়ার কাদের ছিদ্দিকি বলেন উত্তোরণের চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারী খাতের ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইআরডি অতিরিক্ত সচিব ও এসএসজিপি প্রকল্পের প্রকল্প পরিচালক  এ এইচ এম জাহাঙ্গীর।তিনি তার বক্তব্যে উত্তরণ পরবর্তী সময়ে বাংলাদেশের আন্তর্জাতিক বানিজ্য ও সার্বিক উন্নয়ন প্রক্রিয়ায় কি প্রভাব পড়তে পারে বা নতুন কি সুযােগ ও সম্ভাবনা সৃস্টি হতে পারে সেই বিষয়ে স্থানীয় বেসরকারি খাত বিশেষত রপ্তানীমুখী শিল্পের প্রতিনিধিদের মধ্যে এখন থেকেই প্রয়োজনীয় সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন।কর্মশালায় আরো বক্তব্য রাখেন সরকারি হরগংগা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার , পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার ,অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ মাহমুদুর রহমান খন্দকার ।কর্মশালায় বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তা,ব্যবসায়ী প্রতিনিধি অংশ গ্রহন করেন। কর্মশালায় বক্তারা মুন্সীগঞ্জে কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ শিল্প ও পর্যটন শিল্প বিকাশের অপরিসীম সম্ভাবনা তুলে ধরে জেলার অবকাঠামোগত উন্নয়ন যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ,বিদ্যুৎ ও জ্বালানী সরবরাহ সুনিশ্চিত করার ওপর জোর দেন।

আপনার জেলার সংবাদ পড়তে