ভাঙ্গুড়ায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

এফএনএস (মনিরুজ্জামান ফারুক; ভাঙ্গুড়া, পাবনা) : | প্রকাশ: ৩১ মে, ২০২৫, ০৭:৫৯ পিএম
ভাঙ্গুড়ায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

পাবনার ভাঙ্গুড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর একটি আভিযানিক দল। এরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার উত্তর সাপটানা গ্রামের রায়হান ইসলাম(২২)  ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আগদিঘল গ্রামের হৃদয় সরকার (২৫)।

শুক্রবার (৩০ মে) গভীর রাতে পৌর শহরের দক্ষিণ মেন্দা কুঠিপাড়া এলাকার একটি বসত বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ টি মোবাইল ফোন, চানাচুর বিক্রির স্টিলের তৈরি ১ টি ড্রাম  ও  নগদ ২ হাজার ৬ শ' টাকা জব্দ করা হয়।  র‌্যাব জানায়, এই মাদক কারবারীরা দীর্ঘদিন ধরে চানাচুর বিক্রেতা সেজে অভিনব কায়দায় দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। র‌্যাব-১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সাড়ে ১২ টার দিকে  র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর একটি আভিযানিক দল ভাঙ্গুড়া পৌর শহরের মেন্দা কুঠি পাড়ার জনৈক নয়ন হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারী রায়হান ও  হৃদয়কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩ টি মোবাইল ফোন, চানাচুর বিক্রির স্টিলের তৈরি ১ টি ড্রাম  ও  নগদ ২ হাজার ৬ শ' টাকা জব্দ করা হয়। পরে ভাঙ্গুড়া থানা-পুলিশের নিকট তাদেরকে  সোর্পদ করা হয়।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান,তাদের বিরুদ্ধে  থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। দুপুরে পাবনা আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে