মতলব উত্তরে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৩১ মে, ২০২৫, ০৮:৩৩ পিএম
মতলব উত্তরে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একলাশপুর ইউনিয়নের  হাসিমপুর (নয়ানগর) গ্রামে বজ্রপাতে প্রান গেল মো: তামিম হোসেন আলিফের(১১)।শনিবার (৩১ মে-২০২৫) দুপুর বারোটার সময় ঘটনাটি ঘটেছে।সে মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল । স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের পিতা কবির মিজি জানান, শনিবার ( ৩১ মে) আনুমানিক সাড়ে ১২ টার সময় মুদি দোকান বন্ধকরে নয়ানগর বিলে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করতে যায় এই সময় বজ্রপাতের শিকার হয়ে পানিতে বাসতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষা করেন ।

আলিফ তার নানার বাড়ী মৃত্যু ফারুক ঢালীর বাড়ীতে থেকেই লেখাপড়া করতো এবং তার পাশেই তার বাবার সাথে মুদি দোকান চালাতো বলে জানান তার নানার বাড়ীর লোকজন । তারা জানান আনুমানিক বেলা ১২ টার সময় দোকান বন্ধকরে বাড়ীতে এসে বাড়ীর পাশের বিলে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করতে গেলে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।

খবর পেয়ে এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মফিজুল ইসলাম মুন্না ঢালী,মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনুসহ  বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বজ্রপাতে নিহত আলিফের বাড়ীতে গিয়ে তার পরিবারের খোজ খবর নেন ।

আপনার জেলার সংবাদ পড়তে