কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক এমপি বিএনপি নেতা কর্ণেল (!অব.) এম. আনোয়ার উল আজিমের (৮৫) দাফন সম্পূন্র্ হয়েছে । ঢাকা,লাকসাম,মনোহরগঞ্জ উপজেলাসদর, মনোহরগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের বাড়িসহ মোট ৬বার জনাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুম পিতা-মাতার পাশে তাকে দাফন সম্পূন্র্ করা হয়। তিনি ২০০১ সালে (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ ও ২০১৮ সালে বিএনপি মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। তিনি বিএনপির কেন্দ্রীয় সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ছিলেন । তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক নৌ পরিবহন মন্ত্রী, কুমিল্লা সদর সাবেক এমপি কর্নেল (অব.) মরহুম আকবর হোসেনের ছোট ভাই এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কর চাচা। তিনি আলানা গ্রুফ নামে ব্যাবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলেন এবং ঢাকা রাওয়া ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য। তিনি নিজ এলাকা চিতোষী বিশ্ববিবদ্যালয় কলেজ, শরীফপুর সাজেদুল হক উচ্চ বিদ্য।লয়, শাহ শরীফ ডিগ্রি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। লাকসাম, মনোহরগঞ্জের রাজনৈতিক, সামাজিক পরিমণ্ডলে কর্নেল আজিম ব্যক্তিত্ব গুণে তিনি ছিলেন দলমতের উর্ধ্বে একজন জনপ্রিয় মানুষ। শনিবার প্রথম জানাযা ঢাকার মহাখালী ডিওএইচএস ২২ নং রোড, দ্বিতীয় জানাযা ঢাকা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে,তৃতীয় ও চতুথ্র্ জানাযা লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে, পঞ্চম জানাযা মনোহরগঞ্জ সরকারী স্কুল এন্ড কলেজ মাঠে, ৬ষ্ঠ জানাযা মনোহরগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের বাড়িতে শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পূন্র্ করা হয়। উল্লেখ্য গত শনিবার ভোর ৪টা বিশ মিনিটে হৃদ রোগে আক্রান্ত হয়ে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন...। তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়ে রেখে যান। সাবেক এমপি বিএনপি নেতা কর্ণেল (!অব.) এম. আনোয়ার উল আজিমের (৮৫) মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে লাকসাম-মনোহরগঞ্জ নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিএনপি নেতা কর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন। তাদের নেতাকে হারিয়ে নেতা কমীদের কান্না থামছে না। কর্ণেল (!অব.) এম. আনোয়ার উল আজিমের জানাযা গুলোতে লাখো লাখো মানুষ উপস্থিত হন।