শ্রীমঙ্গলে

'বাংলাদেশ প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন' শীর্ষক সেমিনার

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ১ জুন, ২০২৫, ০২:১৩ পিএম
'বাংলাদেশ প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন' শীর্ষক সেমিনার

শ্রীমঙ্গলে বাংলাদেশ প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অধীনে দিনব্যাপী সেমিনার অনু্ষ্িঠত হয়েছে। রোববার সকাল ১০ টায় শ্রীমঙ্গল পৌরসভা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনু্ষ্িঠত হয়।

সেমিনারে প্রকল্পের বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ঢাকা শহর সমাজসেবা কার্যালয়-৬ এর সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম।

সেমিনারে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার  সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান।

আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মিছলু আহমদ চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক প্রমুখ। এছাড়াও সেমিনারে সরকারি- বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে