আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে নীলফামারী জেলায় বিশেষ ভিজিএফ চাল পাচ্ছে ২ লাখ ৫২ হাজার ১৮২ পরিবার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের এসব চাল ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার মাধ্যমে বিতরণ কাজ চলমান ।
জেলা ত্রাণ ও পুনর্বাসন দরপত্রের সূত্র মতে এবারের ঈদ উল-আযহা উপলক্ষে জেলার ২ লাখ ৫২ হাজার ১৮২ অস্বচ্ছল পরিবারের মাঝে ২ হাজার ৫২১ দশমিক ৮২ মেট্রিকটন বিশেষ ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। প্রতিটি পরিবার পাচ্ছে ১০ কেজি করে চাল। সৈয়দপুর উপজেলায় ৪৩ হাজার ৩০ পরিবার, ডিমলা উপজেলায় ৪০ হাজার ৯১৩ পরিবার, ডোমার উপজেলায় ৩৫ হাজার ৯৪৬ পরিবার, জলঢাকা উপজেলায় ৪৬ হাজার ৩৭৮ পরিবার, কিশোরগঞ্জ উপজেলায় ২৬ হাজার ২০৭ পরিবার, নীলফামারী সদর উপজেলায় ৫৯ হাজার ৭০৮ পরিবার রয়েছে। ওই ৬ উপজেলার ৬০ ইউনিয়ন পরিষদ এবং চার পৌরসভার ব্যবস্থাপনায় এসববিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
এবিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম বলেন, 'ঈদ-উল- আযহায় ভিজিএফ চাল গত ২৪ মে থেকে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে সমাপ্ত করার সিদ্ধান্ত রয়েছে। প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে।