শেরপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১ জুন, ২০২৫, ০২:৪৭ পিএম
শেরপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

শেরপুরে পানিতে ডুবে জমজ দুই বোনের মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (৩১ মে) দুপুরে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোটঝাউয়ের চর নামাপাড়া এলাকায় রাস্তার পাশে ডোবার পানিতে গোসল করতে গিয়ে ডুবে জমজ দুই বোনের মৃত্যু হয়েছে। এরা হলো ওই গ্রামের রিকশাচালক মো. আব্দুস সালামের মেয়ে শিলা ও নীলা (১২)।

লছমনপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মো. মোখলেছ আলী জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি শুরু হলে জমজ দুই বোন শিলা ও নীলাসহ চার শিশু বাড়ি পাশে ডোবাতে জমে থাকা পানিতে গোসল করতে যায়। এ সময় হঠাৎ শিলা ও নীলা পানিতে ডুবে যায়। পরে অপর দুই শিশুর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে গিয়ে শিলা ও নীলাকে মৃত অবস্থায় পানি থেকে উদ্ধার করেন।

শেরপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে