কাহারোলে ছোট এলাচের কেজি ৭ হাজার, বড় এলাচ ৩ হাজার

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ১ জুন, ২০২৫, ০২:৫২ পিএম
কাহারোলে ছোট এলাচের কেজি ৭ হাজার, বড় এলাচ ৩ হাজার

দিনাজপুরের কাহারোল উপজেলার বাইশটি হাটে মশলার দোকানে চড়া দামে বিক্রি হচ্ছে মশলা। আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন প্রকার মশলার দাম নিজের ইচ্ছামত দাম নিচ্ছে ক্রেতাদের কাছ থেকে। গতকাল রবিবার দুপুর ১২টায় জয়নন্দ হাটে মশলার দোকানে গিয়ে দেখা যায় প্রতি কেজি খুচরা জিরা ৭ শত টাকা, গোলমরিচ ২ হাজার টাকা, লং ২ হাজার ২ শত টাকা, ছোট এলাচ ৭ হাজার টাকা, বড় এলাচ ৩ হাজার টাকা প্রতি কেজি। রসুন ১ শত ৩০ টাকা, পেয়াচ ৫০ টাকা আদা ১ শত বিশ টাকা সহ বিভিন্ন মশলার দাম ক্রেতাদের নাগালের বাইরে। জয়নন্দ হাটে মশলার দোকানে ক্রেতা মোঃ আনিসুর রহমান জানান, গরীব মানুষের জন্য এই সকল মশলা নয়। তিনি আরও বলেন, বাজারে মনিটরিং না থাকায় দোকানদারা ইচ্ছামত দাম নিচ্ছে। অপর ক্রেতা আরিফ বলেন, ৫০ টাকার ছোট এলাচ দোনাকদারকে দিতে বলা হলে দোকানদার বলেন, ৫০ টাকায় ছোট এলাচ দেওয়া যাবেনা। এদিকে প্রতি বছর কোরবানী আসলেই মশলার বাজার বেড়ে থাকে।

আপনার জেলার সংবাদ পড়তে