ঢাকায় গরু বিক্রি করার পথে সড়ক দূর্ঘটনায় নিহত ১

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী
| আপডেট: ১ জুন, ২০২৫, ০৪:১২ পিএম | প্রকাশ: ১ জুন, ২০২৫, ০৪:১১ পিএম
ঢাকায় গরু বিক্রি করার পথে সড়ক দূর্ঘটনায় নিহত ১
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চর থেকে ঢাকায় গরু বিক্রি করতে যাওয়ার সময়ে কহিনুর শেখ (৫৫) নামের এক ব্যক্তি সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। শনিবার (৩১ মে) রাত ১টার দিকে টাংগাইলের এ্যালেংগা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। কহিনুর শেখ বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের নিচপলাশি চরের মৃত তারা শেখের ছেলে। জানা গেছে, পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের নিচপলাশি চরের কহিনুর শেখ তার ছেলে আরিফুল ইসলাম ও একই চরের মোতালেব আলী, রিপন আলী, সাইফুল ইসলামকে সাথে নিয়ে নিজ এলাকার ২০ গরু একটি ট্রাক ভাড়া করে ঢাকায় রওনা হয়। তারা টাংগাইলের এ্যালেংগা এলাকায় পৌঁছলে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কায় দেয়। এতে সে ছিঁটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। সাথে থাকা তার ছেলে আরিফুল ইসলাম লাশ উদ্ধার করে দুপুরে নিজ বাড়িতে আনেন। পরে নিজ গ্রাম নিচ পলাশি জামে মসজিদ মাঠে বিকাল ৩টায় জানাজা শেষে দাদপুর কবরস্থানে দাফন করা হয়। এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড নিচপলাশি গ্রামের মেম্বর তঞ্জু মোল্লা বলেন, কহিনুর শেখের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তিনি পেশাদার গরু ব্যবসায়ী না। ঈদ মৌসুমে নিজের বাড়িতে পোষা ও এলাকার কয়েকজনের সাথে একটি ট্রাক ভাড়া করে ঢাকায় গরু নিয়ে যাওয়ার সময়ে একটি দূর্ঘটনায় মারা গেছে। তাকে দাফন করা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে