গতকাল দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার হাজিরবাজার এলাকায় একটি পিকআপ থেকে রয়েল,ম্যাজিক,স্টারলিংক সহ ৩৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে যৌথবাহিনী। মদসহ পিকআপ টি আটক করা হয়েছে।
এলকাবাসী জানান,দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজিরবাজার নামক স্থানে ঢাকাগামী একটি পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়। এসময় চালক ও পিকআপে থাকা লোকজন পিকআপ ফেলে পালিয়ে যায়। এলাকাবাসী পুলিশকে খবর দিলে যৌথবাহিনীর একটি দল ঘটনাস্থলে যায়। পিকআপে থাকা তোষের বস্তা সরাতে গিয়ে বস্তার নিচে স্টারলিংক,রয়েল ও ম্যাজিক ব্যান্ডের ৩৮৮ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। যৌথবাহিনী মদ ও পিকআপ উদ্ধার করে ভালুকা ভরাডোবা হাইওয়ে থানায় নিয়ে যায়।
হাইওয়ে পুলিশের ওসি জাহাঙ্গীর আলম জানান,গোপন সংবাদের ভিত্তিত্বে যৌথবাহিনী জানতে পারে ময়মনসিংহ থেকে একটি পিকআপে তোষের বস্তার নিচে লুকানো ৩৮৮ বোতল বিদেশী মদ নিয়ে একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছে। যৌথবাহিনী গাড়ীটি অনুসরন করে পিছনে ধাওয়া করে। চালক টেরপেয়ে মহাসড়কের হাজির বাজার এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। ফলে পিক-আপটি সড়ক পাশে উল্টে পড়ে যায় এবং চাকলসহ অন্যরা পালিয়ে যায়। পরে যৌথবাহিনী মদসহ পিকআপটি উদ্ধার করে ভালুকা ভরাডোবা হাইওয়ে থানায় নিয়ে যায়। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।