শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে

গফরগাঁওয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ১ জুন, ২০২৫, ০৪:৩৫ পিএম
গফরগাঁওয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ১০ হাজার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে।

ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক, বিএসএমএমইউর সহকারী অধ্যাপক ডাঃ মোফাখখারুল ইসলাম রানা'র  উদ্যোগে গত শনিবার দিনব্যাপী গফরগাঁও উপজেলার পাগলা থানার গয়েশপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পে আয়োজন করা হয়।

বিএসএমএমইউর ২৫ জন ও দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ২৫ জনসহ মোট ৫০ জন চিকিৎসকের অংশগ্রহণে তৃণমূলের দরিদ্র জনগোষ্ঠীর নারী, পুরুষের জন্য এই সেবা প্রদান করা হয়।

ডাঃ মোফাখখারুল ইসলাম রানা জানান, তিনি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এবং ওষুধ বিতরণ অনুষ্ঠানে ৫০ জন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক উপজেলার পাগলা থানার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা দেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন। উপস্থিত রোগীদের মাঝে যারা দুঃস্থ, অসহায় অনেক রোগীকে ঢাকায় বিশেষ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শেখ মোঃ ইসহাক চেয়ারম্যান, সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল হামিদ শেখ চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আজহারুল হক, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ সাদেক, বিএনপি নেতা বসির মণ্ডল, যুবদল নেতা সোহানুর রহমান শাহীন, জেলা ছাত্রদল নেতা রকিব মন্ডল,  পাগলা থানা ছাত্রদল আহবায়ক মাজহারুল ইসলাম প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে