বিজয়ী স্বাবলম্বীকরণ প্রকল্প ২০২৫-এর আওতায় দরিদ্র চালককে ভ্যানগাড়ি বিতরণ করেছে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি। এসময় উপস্থিত ছিলেন বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।
এ সময় বিজয়ীর প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি বলেন, অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করা, দারিদ্র্য দূরীকরণ, বেকারত্ব হ্রাস, দক্ষ জনশক্তি গড়ে তোলা ও কর্মসংস্থান সৃষ্টি বিজয়ীর অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।
অসহায় নারীদের বিনামূল্যে নানা রকম হাতে কলমে প্রশিক্ষন প্রদান এবং প্রশিক্ষণপূর্বক উপকরণ কিনে দেওয়া, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন মেডিক্যাল ক্যাম্প করে বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া, ঔষধ বিতরন, চক্ষু শিবির করে চশমা বিতরন এবং যাদের ছানী পড়েছে তাদেরকে ছানী, নেত্রনালী অপারেশন করানো, সেলাই প্রশিক্ষন দিয়ে সেলাই মেশিন প্রদান। গৃহহীনদের ঘর তৈরির সরঞ্জাম প্রদান, বিভিন্ন স্কুল মাদ্রাসায় লাইট, ফ্যান, বিশুদ্ধ পানির ফিল্টার, কোরআন শরীফ সহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরন। শীতার্তদের মাঝে কম্বল বিতরন সহ নানা রকম সমাজ সেবা মূলক কাজ করে যাচ্ছে বিজয়ী। ইনশাআল্লাহ আমাদের এই কাজগুলো ধারাবাহিক ভাবে চলবে। সবাই বিজয়ীর জন্য দোয়া করবেন।