চাঁদপুরে যানবাহনে অভিযান, ১০ মামলায় ৭,৫০০ টাকা জরিমানা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১ জুন, ২০২৫, ০৫:৫৫ পিএম
চাঁদপুরে যানবাহনে অভিযান, ১০ মামলায় ৭,৫০০ টাকা জরিমানা

আসন্ন ঈদ-উল-আজহা ২০২৫ উদযাপন উপলক্ষে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নে করার লক্ষ্যে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী চাঁদপুরে বিভিন্ন যানবাহনে অভিযান শুরু হয়েছে। রোববার ১ জুন ২০২৫ ইং সকাল থেকে দুপুর পর্যন্ত  শহর এলাকায় বিআরটিএ  চাঁদপুর  সার্কেল , জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন এর সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মোটরযানের অতিরিক্ত গতি, হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করণে মোবাইল কোর্ট পরিচালিত হয়।  অভিযানে  মোট ১০ টি মামলায় ৭,৫০০ টাকা জরিমানা করা হয়।


আপনার জেলার সংবাদ পড়তে