চাটমোহরে ভিজিএফের চাল পাচ্ছে আড়াই হাজার পরিবার

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১ জুন, ২০২৫, ০৬:১১ পিএম
চাটমোহরে ভিজিএফের চাল পাচ্ছে আড়াই হাজার পরিবার

পাবনার চাটমোহর উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ভিজিএফের চাল পাচ্ছে ২৪ হাজার ৯৫৭টি পরিবার।  

এরমধ্যে চাটমোহর পৌরসভায়  হাজার ৬৫০টি,হান্ডিয়াল ইউনিয়নে ১ হাজার ৯৬৩টি,নিমাইচড়া ইউনিয়নে ১ হাজার ৮৪১টি,ছাইকোলা ইউনিয়নে ১ হাজার ৯৮৩টি,গুনাইগাছা ইউনিয়নে ৯২৩টি,হরিপুর ইউনিয়নে ২ হাজার ৩৫৪টি,ডিবিগ্রাম ইউনিয়নে ২ হাজার ২২১টি,মূলগ্রাম ইউনিয়নে ২ হাজার ৫৪৩টি,পার্শ্বডাঙ্গা ইুয়নে ১ হাজার ৫৭৫টি,ফৈলজানা ইউনিয়নে ২ হাজার ২৮৮টি,মথুরাপুর ইউনিয়নে ১ হাজার ৩৫৭টি ও বিলচলন ইউনিয়নে ১ হাজার ২৫৯টি। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর খৈয়াম জানান,দু’এক দিনের মধ্যেই পবিত্র ঈক্ষুল আজহা উপলক্ষে দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ খাদ্য সহায়তার চাল বিতরণ করা হবে।   


আপনার জেলার সংবাদ পড়তে