জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ায় শোকরানা মাহফিল

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) : | প্রকাশ: ২ জুন, ২০২৫, ১২:১৮ পিএম
জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ায় শোকরানা মাহফিল

একযুগ পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ায় শোকরানা ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগরী শাখা। রোববার (১ জুন) দুপুর ১টায় চট্টগ্রামের দেওয়ান বাজারস্থ নগর জামায়াতের কার্যালয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় শোকরানা মাহফিলে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও মোহাম্মদ উল্লাহ, নগর সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এসএম লুৎফর রহমান ও নগর কর্মপরিষদ সদস্য আমির হোছাইন। মোনাজাত পরিচালনা করেন নগর আমির আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

সভাপতির বক্তব্যে নগর জামায়াতের আমির আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, জামায়াতে ইসলামী আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করছে বলেই আওয়ামী বাকশালী, ফ্যাসিবাদি, ইসলাম বিরোধী শক্তি তা বরদাস্ত করতে পারেনি বলে নিবন্ধন বাতিল করেছিল। আজ সর্বোচ্চ আদালতের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হল। তাই জামায়াত আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছে। উল্লাস নয়, আল্লাহর নিকট ধর্ণা দেয়ায় জামায়াতের নীতি। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল ও হামেদ হাসান ইলাহী প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে