পাবনার চাটমোহরে কিষাণ-কিষাণীদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ড এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত।
কৃষি সমপ্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক জাহাঙ্গীর আলম প্রামানিকের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কংগ্রেসে স্বাগত বক্তব্য দেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্পসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন,পার্টনার প্রকল্পের বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মাসুদ আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন,ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে কৃষকদের আধুনিক কৃষি চর্চায় অভ্যস্থ করতে হবে। পার্টনার প্রকল্প এ কাজটিই করছে। আধুনিক জাত উদ্ভাবন ও সমপ্রসারণের পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন এবং পুষ্টি উন্নয়নে কাজ করছে পার্টনার প্রকল্প।প্রশিক্ষিত কৃষকদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে কাজ করছে এ প্রকল্প। কংগ্রেসে কিষাণ-কিষাণী,সরকারি কর্মকর্তা,বিশিষ্টজন,সাংবাদিক অংশগ্রহণ করেন।