আইনশৃংখলা উন্নয়নে

আড়াইহাজারে প্রশাসনের সাথে সাংবাদিকদের সভা

এফএনএস (মাসুম বিল্লাহ; আড়াইহাজার, নারায়ণগঞ্জ) : | প্রকাশ: ২ জুন, ২০২৫, ০৫:৩৯ পিএম
আড়াইহাজারে প্রশাসনের সাথে সাংবাদিকদের সভা

আড়াইহাজার আইনশৃংখলা উন্নয়নে প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিমিয় সভা সোমবার অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মো: সাজ্জাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন , ওসি (তদন্ত) সাইফুউদ্দিন, উপপরিদর্শক মাযহারুল ইসলাম প্রমুখ। সাধারণ সম্পাদক মজিবুর রহমানের পরিচালনা বক্তব্য রাখেন সাংবাদিক রশিদ আহমেদ হাজারী, রফিকুল ইসলাম রানা, সফুর উদ্দিন প্রভাত, শাহজাহান কবির, বাদল আহমেদ, জিয়াউর রহমান, আলআমিন ভুইয়া, মনিরুজ্জামান সরকার, মোস্তফা কামাল, হাবিবুর রহমান হবি, জাকির হোসেন, হাবিবুর রহমান হাবিব, শাহজাহান সিরাজ, জাইদুল হক প্রমুখ। 

সভায় প্রশাসন আইন শৃংখলা উন্নয়নের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সভায় উপজেলা নিবার্হী অফিসার সাজ্জাত হোসেন বলেন সাংবাদিক প্রশাসনের মধ্যে আন্তরিকতা থাকলে রাস্টের উন্নতি তরান্বিত হয়। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন আমার দরজা সবার জন্য উন্মুক্ত। আশা করি সকলের সহযোগিতা আইন শৃংখলা পরিস্থিতি উন্নতি করতে পারব।

আপনার জেলার সংবাদ পড়তে