মাটিকাটা শ্রমিক ভাড়া করে আ’লীগের মিছিল, গ্রেফতার ১০

এফএনএস (গোলাম কিবরিয়া মাসুম; কুষ্টিয়া): | প্রকাশ: ২ জুন, ২০২৫, ০৫:৫১ পিএম
মাটিকাটা শ্রমিক ভাড়া করে আ’লীগের মিছিল, গ্রেফতার ১০

 কুষ্টিয়ার পিটিআই রোডে সাবেক এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাসার সামনে ১৬-১৭ জন ঝটিকা মিছিল করেন। এদের মধ্যে ১০ জনই ছিলেন মাটিকাটা শ্রমিক। তবে এ ঘটনায় ১০ শ্রমিককে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ওই রোডে বালি সরানোর কথা বলে শ্রমিকদের ডেকে নিয়ে আসেন শহর যুবলীগ নেতা সজীবুর রহমান সজীব। তিনি শ্রমিকদের বলেন, সারাদিন কষ্ট করে মাটিকাটা লাগবে না, তোমরা এক মিনিট মিছিল করলেই পুরো টাকা পেয়ে যাবে। গ্রামের সহজ সরল মানুষগুলো তার ফাঁদে পা দিয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে যোগ দেন।

রবিবার (১ জুন) সকালে পিটিআই রোডে মাহবুব উল আলম হানিফের বাসার সামনে এই মিছিলের চেষ্টা করেন সজীবসহ যুবলীগের কয়েকজন নেতা। পরে পুলিশ ১০ শ্রমিককে আটক করে। আটকদের মধ্যে ৮ জন কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বাসিন্দা ও দুইজন কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বাসিন্দা।

আটকরা হলেন, কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া বাড়াদী এলাকার মৃত আলম সর্দারের ছেলে সালাম সর্দার, মৃত আজবার শেখের ছেলে আলতাফ শেখ, মৃত আফজাল শেখের ছেলে সূর্য শেখ, মৃত আফসার উদ্দিন খানের ছেলে আলম খান, মৃত আইনুদ্দিনের ছেলে মোতালেব, কয়া কালোয়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে ফরিদ ব্যাপারী, বাড়াদী বানিয়াপাড়ার মৃত ফকরুদ্দিনের ছেলে সাইদুর রহমান, কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের মৃত শাহাদত মন্ডলের ছেলে নজিম উদ্দিন মন্ডল ও বোয়ালদাহ মেছোপাড়ার মৃত হানিফ সর্দারের ছেলে আব্দুল খালেক।

শ্রমিকদের স্বজনরা জানান, রবিবার সকালে শহরের ছয় রাস্তার মোড় থেকে অজ্ঞাত ব্যক্তি বালু সরানোর কথা বলে ১০ জন শ্রমিককে ৬০০ টাকা হাজিরায় কুষ্টিয়া পিটিআই রোডে ডেকে নিয়ে যান। পরে সেখানে ওই অজ্ঞাত ব্যক্তি শ্রমিকদের বলেন সারাদিন কষ্ট করা লাগবে না, এখানে দাঁড়ালেই পুরো টাকা পেয়ে যাবে। সেখানে কয়েকজন একটি ব্যানার নিয়ে শ্রমিকদের পেছনে দাঁড় করিয়ে দেয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাঁকিরা পালিয়ে গেলেও শ্রমিকরা সেখানে দাঁড়িয়ে থাকেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, শ্রমিকদের ভাড়া করে এনে মিছিলের চেষ্টা করা হয়েছিল। পুলিশের তৎপরতায় তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১০ জনকে আটক করেছে।

তারা মিছিলের বিষয়টি স্বীকার করে। তাদের বিরুদ্ধে বিস্ফোরণ আইনের নাশকতা মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।