ভেড়ামারায় অত্যাধুনিক অস্ত্র-গুলি উদ্ধার

এফএনএস (শাহ্ জামাল; ভেড়ামারা, কুষ্টিয়া) : | প্রকাশ: ২ জুন, ২০২৫, ০৫:৫৩ পিএম
ভেড়ামারায় অত্যাধুনিক অস্ত্র-গুলি উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারায় নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে একটি অত্যাধুনিক রিভালবার, ২রাউন্ড তাজা গুলি ও ৩টি ককটেল উদ্ধার করেছে। গতকাল সোমবার সকালে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর এলাকার একটি বাড়ির ছাদ থেকে পরিত্যাক্ত অবস্থায় এই অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকষ আভিযানিক দল এবং ভেড়ামারা থানা পুলিশের একটি দল যৌথ অভিযান চালায় বাহাদুরপুর ইউনিয়নের মসলেমপুর এলাকার হাতেম আলীর বাড়িতে। এসময় বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি অত্যাধুনিক রিভালবার, ২ রাউন্ড তাজা গুলি ও ৩টি ককটেল উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে ঘটনাস্থলে পাওয়া যায় নি। পরে জব্দকৃত অস্ত্র, গুলি ও ককটেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চলতি দায়িত্ব রকিবুল ইসলাম বলেন, পরিত্যক্ত অবস্থায় মসলেমপুর এলাকার একটি বাড়ির ছাদ থেকে এসব উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। পরে এসব আগ্নেয়াস্ত্র থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে