লৌহজংয়ে সিসিএস এর পরিচিতি ও সভা

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২ জুন, ২০২৫, ০৫:৫৫ পিএম
লৌহজংয়ে সিসিএস এর পরিচিতি ও সভা

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কনশাস কনজ্যুমার সোসাইটি (সিসিএস) এর সদস্যদের অংশগ্রহণে একটি মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (০২ জুন ২০২৫) সকাল ১০ টায় লৌহজং উপজেলার মশদগাঁও এল কে আলিম মাদ্রাসার অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।

আবু নাসের খান লিমন এর সভাপতিত্বে ও মো. আরিফ খান রাতুলের সঞ্চালনায় এই সভায় লৌহজং উপজেলার সদস্যদের সঙ্গে পরিচিত এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে সদস্যদের মতামত গ্রহণ করা হয়। সভায় উঠে আসা মতামতের ভিত্তিতে সংগঠনের ভবিষ্যৎ দিক নির্দেশনা ও কার্যক্রম চূড়ান্ত করা হয়।

এই সভায় উপস্থিত ছিলেন তামান্না তাসনিম তাহিরা, মো. যুলফিকার রহমান, মো. আল হাসান, আশরাফুল আলম, শেখ মুহাম্মদুল্লাহ, মোহাম্মদ সানাউল্লাহ, মো. তানজির হোসেন প্রমুখ।

কনশাস কনজ্যুমার সোসাইটি (সিসিএস) ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি এবং বাজারে ন্যায্যতা প্রতিষ্ঠা করা। দেশে দিন দিন বাড়তে থাকা ভেজাল পণ্য, মূল্য প্রতারণা ও ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সিসিএস কার্যকর ভূমিকা পালন করে আসছে।

সংগঠনটি ভোক্তাদের সুশিক্ষিত ও সচেতন করে তুলতে কাজ করে, যাতে তারা নিজেদের অধিকার সম্পর্কে জানে এবং বাজারে প্রতারণার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। পাশাপাশি, সরকারকে সহায়তা করে যাতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন যথাযথভাবে কার্যকর করা যায়।

সভা শেষে সদস্যগন আশাবাদ ব্যক্ত করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণে সিসিএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে