লালপুর থেকে স্বামী- স্ত্রীর লাশ উদ্ধার

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ২ জুন, ২০২৫, ০৫:৫৯ পিএম
লালপুর থেকে স্বামী- স্ত্রীর লাশ উদ্ধার

নাটোরের লালপুরে নিজ শয়নকক্ষের বিছানা থেকে স্ত্রী ও বাড়ীর অদূরে তামাক পুড়ানো ঘর থেকে স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া গ্রামের অজল আলীর ছেলে রইজুল আলী (৪২) ও তার স্ত্রী ফাতেমা বেগম (৩৩), মরদেহ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ।

রইজুল আলীর ছেলে সম্রাট (১৫) জানায়, রবিবার (১জুন) রাত আনুমানিক ৯টার দিকে খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়েন। সম্রাট আজ সোমবার সকাল অনুমান ৭টার দিকে ঘুম থেকে উঠে তার মায়ের শয়ন ঘরে দেখতে পায় তার মা ফাতেমা মৃত অবস্থায় বিছানায় পড়ে আছেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে প্রায় ১শ গজ দূরে তামাক পুড়ানোর একটি পুরানো ঘরে তার বাবার গলায় রশি দিয়ে ঝুলানো অবস্থায় লাশ দেখতে পায়। খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করেন। স্থানীয়রা জানায়, রাইজুল বিভিন্ন জায়গায় প্রায় ৮-৯ লক্ষ টাকা ঋণগ্রস্ত ছিল। লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মমিনুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে