হোমনায় কৃষি ও গ্রাামীণ রূপান্তর কর্মসূচির পার্টনার কংগ্রেস

এফএনএস (মোর্শেদুল ইসলাম শাজু; হোমনা, কুমিল্লা) : | প্রকাশ: ২ জুন, ২০২৫, ০৬:৫২ পিএম
হোমনায় কৃষি ও গ্রাামীণ রূপান্তর কর্মসূচির পার্টনার কংগ্রেস

কুমিল্লার হোমনায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রন্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার হোমনা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপ-পরিচালকের (টিসি) দপ্তর হোমনা বিএডিসি বীজ আলু হিমাগার মিলানায়তনে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তর কুমিল্লার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আজিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক কৃষিবিদ আইউব মাহমুদ, কৃষি সমপ্রসারণ অধিদপ্তর পার্টনার কুমিল্লার সিনিয়র মনিটরিং কর্মকর্তা সারোয়ার জামান। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌমিতা সাহার সঞ্চালনায় অন্যদের মদ্যে বক্তব্য রাখেন হোমনা বিএডিসি হিমাগারের উপ পরিচালক কৃষিবিদ মো. সাজেদুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোজাম্মেল হোসেন ও কুলসুম আক্তার প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে