বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন,বিনা নির্বাচনের সরকার বেশী দিন ঠিক মতো চলতে পারে না।১০ মাস চলছে সরকারের কাজে সংস্কারের কোন কিছু দেখছি না। অনতিবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনা ১৬ বছর একটানা ক্ষমতায় থেকে দেশে বিচার ব্যবস্থা ধ্বংশ করেছে। দেশে আইনের শাসন ,গনতন্ত্র ছিল না।বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করে ভারতের স্বার্থে একের পর এক চুক্তি করেছে।
আজ সোমবার বাদ যোহর মুন্সীগঞ্জ আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।
তিনি আরো বলেন,বিএনপি গণতন্ত্রের কথা বলে, জনগণের চাওয়া পাওয়ার, ন্যায় বিচারের ,জনগনের ভোটাধিকারের কথা বলে।এ কারণে জনগণ বিএনপিকে সমর্থন করে। তিনি বলেন , শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শের রাজনীতি শিখিয়েছেন সে রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
জাতীতাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এডভোকেট জাকারিয়া মোল্লার সভাপতিত্বে এডভোকেট সুমন মিয়া সরদারের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ফোরামের সাবেক সভাপতি এডভোকেট তোতা মিয়া ( জিপি) , এডভোকেট আব্দুল হালিম হোসেন ( পিপি) , এডভোকেট মজিবুর রহমান , আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ আলম ,এডভোকেট মাহবুবুর আলম স্বপন , এডভোকেট জাহাঙ্গীর ঢালী ( বিশেষ পিপি) , এডভোকেট রোজিনা ইয়াছমিন ( অতিরিক্ত পিপি)।
ড. আসাদুজ্জামান রিপন বলেন ,২০১৪ ,২০১৮ও ২০২৪ সালের নির্বাচন বাতিল করে ঐসব নির্বাচনের সাথে যে সকল নির্বাচন কশিশনার , প্রধান নির্বাচন কমিশনার জড়িত ছিলেন তাদের আইনের আওতায় আনতে হবে।তারাও অপরাধী। ভূয়া নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রধানমন্ত্রী , স্পীকার , সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও বর্তমান রাষ্ট্রপতি চপ্পুর বিরদ্ধে ব্যবস্থা নিতে হবে।তিনি বলেন ৭৫ সালের ১৫ আগষ্ট সামরিক অভ্যুত্থান ছিল না।উটা আওয়ামীরীগের অভ্যন্তরীন ডান পন্থীঅংশের অভ্যুত্থান ছিল। প্রশাসনের উদ্দেশ্যে ড. রিপন বলেন কারো অন্যায় আবদার শুনলে তাদেরও জবাবদিহিতার আওতায় আনা হবে।বালু মহর মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আহ্বান জানান।