নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলার নতুন কমিটি

এফএনএস (সোয়েব সাঈদ; রামু, কক্সবাজার) : | প্রকাশ: ২ জুন, ২০২৫, ০৭:৩৭ পিএম
নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলার নতুন কমিটি

দেশের ঐতিহ্যবাহী ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। পার্টির আমির আল্লামা সরওয়ার কামাল আজিজী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার অনুমোদিত জেলা কমিটির ঘোষিত দায়িত্বশীলগণের মধ্যে রয়েছেন, আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহমান জিহাদী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আবুল মঞ্জুর, হাফেজ আমানুল হক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা খালেদ সাইফী, অর্থ সম্পাদক  মাওলানা নুরুল হক চকোরী, প্রচার সম্পাদক মাওলানা হাফেজ শওকত আলী। 

৩১ মে (শনিবার) সহকারী সংগঠন সচিব (চট্টগ্রাম বিভাগ) মাওলানা ইনআমুল হক কুতুবী সাক্ষরিত সাংগঠনিক বিজ্ঞপ্তিতে মাওলানা আব্দুল খালেক নিজামীকে প্রধান ও মাওলানা হাফেজ ছালামতুল্লাহকে সদস্য করে নতুন উপদেষ্টা পরিষদের ঘোষণাও দেয়া হয়।

উল্লেখিত দায়িত্বশীলবৃন্দকে আগামী ১৫ দিনের মধ্যে সম্মিলিত পরামর্শক্রমে কমিটির পূর্ণাঙ্গ তালিকা পার্টির সহকারী সংগঠন সচিব (চট্টগ্রাম বিভাগ) বরাবর পাঠানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে