নাঙ্গলকোট পৌরসভার ৫নং ওয়ার্ড চৌগুরী দাউদপুর গ্রামের বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শনিবার নাঙ্গলকোট সরকারি ডিগ্রী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুলের সভাপতিত্বে সদস্য সচিব আব্দুল কাদের জিলানীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া স্বপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য তাজুল ইসলাম, সাবিনা বেগম, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন নয়ন। এ সময় পৌরসভা ও ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে আইয়ুব আলী সভাপতি, ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।