দুস্থ অসহায়দের মাঝে

ভেড়ামারা ৪১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ঈদ উপহার বিতরন

এফএনএস (শাহ্ জামাল; ভেড়ামারা, কুষ্টিয়া) : | প্রকাশ: ৩ জুন, ২০২৫, ০২:৩৭ পিএম
ভেড়ামারা ৪১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ঈদ উপহার বিতরন

কুষ্টিয়ার ভেড়ামারায় রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্টান নর্থ-ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিঃ এর আওতাধীন ভেড়ামারা ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র দুস্থ, অসহায়, প্রতিবন্ধী এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে ঈদ উপহার বিতরন করেছে। মঙ্গলবার সকালে কোম্পানীর সিএসআর কার্যক্রমের অংশ হিসাবে এই ঈদ উপহার বিতরন করা হয়। ১০ কেজি চাউল, ডাউল, তেল, চিনি , সেমাই, লবন, গুড়া দুধ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার হোসাইন। বিদ্যুৎ কেন্দ্রের প্ল্যান্ট ম্যানেজার (অতিঃ দায়িত্ব) মোঃ রবিউল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ কেন্দ্রের উপ ব্যবস্থাপক (প্রশাসন) শিমুল কুমার বর্মন, নির্বাহী প্রকৌশলী আশিষ কুমার বিশ্বাস, ব্যবস্থাপক (প্রশাসন) কাইয়ুম উদ্দীন আহমেদ, ব্যবস্থাপক ( হিসাব ও অর্থ) সাকিরুল ইসলাম প্রমুখ।

সভাপতির বক্তব্যে প্ল্যান্ট ম্যানেজার  (অতিঃ দায়িত্ব) রবিউল ইসলাম বলেছেন, নর্থ-ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক’র আন্তরিকতায় মানবিক সহায়তা হিসাবে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্টির মাঝে ঈদ উপহার বিতরন করা হয়। সামাজিক উন্নয়নে প্ল্যান্টের আশেপাশের হতদরিদ্র মানুষ ছাড়াও নানা কর্মকান্ডে এই প্লান্টের কর্মকান্ড প্রশাংসার দাবী রাখে।

আপনার জেলার সংবাদ পড়তে