সুজানগর বৌ-বাজারে জমজমাট ঈদের কেনাকাটা

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ৩ জুন, ২০২৫, ০২:৫০ পিএম
সুজানগর বৌ-বাজারে জমজমাট ঈদের কেনাকাটা

আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে পাবনার সুজানগর পৌর বাজার কেন্দ্রীয় জামেমসজিদ সংলগ্ন বৌ-বাজারে চলছে জমজমাট কেনাকাটা। তবে ক্রেতাদের অভিযোগ বৌ-বাজারে পোশাকের দাম বেশি নেওয়া হয়। 

পৌর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাদেক আলী জানান, সুজানগর উপজেলার বিভিন্ন বাজারের মধ্যে সুজানগর পৌর বাজার কেন্দ্রীয় জামেমসজিদ সংলগ্ন বৌ-বাজার সব চেয়ে ছোট এবং এটি ফুটপাতে অবস্থিত। বাজারটিতে বছরের অধিকাংশ সময় প্রচুর পরিমাণে বেচাকেনা হয়। বিশেষ করে মহিলা ক্রেতারা ওই বাজারে বেশি কেনাকাটা করেন। আর সেকারণে বাজারটির নামও রাখা হয়েছে বৌ-বাজার। আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে শত শত মহিলা ক্রেতারা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ওই বাজারে কেনাকাটা করতে ভীড় করছেন। বিশেষ করে বৌ-বাজারে প্রচুর পরিমাণে শিশু পোশাক পাওয়া যাওয়ায় মহিলা ক্রেতারা তাদের শিশু-কিশোর ছেলে-মেয়েদের সঙ্গে নিয়ে বাজারটিতে জমজমাটভাবে কেনাকাটা করছেন। তবে বৌ-বাজার ফুটপাতের দোকান হলেও সেখানে জামা-কাপড়ের দাম বেশ চড়া বলে ভুক্তভোগী ক্রেতাদের অভিযোগ। উপজেলার ভবানীপুর গ্রামের মমতা খাতুন বলেন অন্যান্য মার্কেটে শিশু-কিশোরদের যে সকল শার্ট ও ফ্রগ ৬/৭‘শ টাকায় পাওয়া যায়, বৌ- বাজারে ঠিক একই মানের শার্ট ও ফ্রগ ৮/৯‘শ টাকা দামে কিনতে হয়। এ ব্যাপারে দোকানদার আসলাম উদ্দিন বলেন অন্যান্য দ্রব্য মূল্যের ন্যায় পোশাকের দামও আগের চেয়ে অনেক বেড়ে গেছে। সেকারণে বেশি দামে বিক্রি করা ছাড়া উপায় নাই।

আপনার জেলার সংবাদ পড়তে