পিরোজপুরে সাড়ে ৯লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ৩ জুন, ২০২৫, ০৪:৩২ পিএম
পিরোজপুরে সাড়ে ৯লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ৯ লাখ টাকা মূল্যের ২ হাজার ৩৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহিন হাওলাদার (৩৬) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।  সোমবার রাত সাড়ে ৮টার দিকে পিরোজপুর পৌরসভার হোরের হাওলা এলাকা থেকে তাকে ইয়াবাসহ প্রেফতার করা হয়। গ্রেফতার শাহিন জেলার  ভান্ডারিয়া উপজেলার শিয়ালকাঠী গ্রামের আফজাল হোসেন হাওলাদারের ছেলে। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের পিরোজপুর পুলিশ অফিস মিলনায়তনে এক প্রেসব্রিফিং এ তথ্য দেন।

এ সময় পুলিশ সুপার জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। এর ধারাবাহিকতায় পিরোজপুর পুলিশের গোযেন্দা শাখার এস আই রবিন রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল পিরোজপুর পৌর এলাকার হোরের হাওলার তাহফিজুল কোরআন মাদ্রাসার সামনে থেকে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী শাহিন হাওলাদারকে  গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৩৭৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মুল্য অনুমানিক সাড়ে ৯ লাখ টাকা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, ঈদ পূজা পার্বণকে সামনে রেখে মাদক কারবারী ও মাদক সেবীরা তৎপর হয়ে উঠলে পুলিশও তৎপর থাকবে। তিনি বলেন, পুলিশ চায় পিরোজপুর মাদক মুক্ত থাকুক।