ধামইরহাটে ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তার

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ৩ জুন, ২০২৫, ০৪:৪০ পিএম
ধামইরহাটে ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তার

নওগাঁর ধামইরহাটে ড্রাম ট্রাকের ধাক্কায় অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয়রা ঘাতক চালক সহ ড্রাম ট্রাকটিকে আটক করে থানায় সোপর্দ করে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।  প্রত্যক্ষদর্শীরা জানান, ৩ জুন মঙ্গলবার বেলা ১১ টা দিকে বিহারীনগর গ্রামের মৃত হবিবর রহমান চৌধুরীর ছেলে ও অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুর রশিদ চৌধুরী বাই সাইকেল যোগে তার নিজ বাড়ী থেকে ধান ক্ষেতে আসাকালীন ধামইরহাট-নজিপুর আঞ্চলিক মহাসড়কের ধানতাড়া নামক মোড় এলাকায় বালুবাহি ড্রামটাকের ধাক্কায় ট্রাকের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার মৃত্যু হয়। স্থানীয়রা ধাওয়া করে ঘাতক চালকসহ ট্রাকটি আটক করে থানা হেফাজতে নেয়।

ধামইরহাট থানার ওসি মো. আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘চালক ও ট্রাকটি থানা হেফাজতে রয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ 

নিহতের নিকটাত্নীয় ও প্রধান শিক্ষক আব্দুল বারী পলাশ জানান, তার পরিবারে স্ত্রী সহ দুই ছেলে রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে