জামালপুরের মেলান্দহে এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কংগ্রেস ৩ জুন বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ উইং পরিচালক বেলাল উদ্দিন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসে বক্তব্য রাখেন-জেলা কৃষি অধিদপ্তরের পরিচালক জাকিয়া সুলতানা, জামালপুর উদ্যানের পরিচালক (প্রশিক্ষক) পিকন কুমার সাহা, সহকারি পরিচালক উদ্যান দিলরুবা ইয়াসমিন, উপসহকারি কৃষি কর্মকর্তা শাহ আলম এবং পার্টনার স্কুলের সদস্য সোলায়মান কবির শামীম প্রমুখ।