চাটমোহরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৩ জুন, ২০২৫, ০৫:৩১ পিএম
চাটমোহরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পাবনার চাটমোহরে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ চাটমোহর উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এই সংবর্ধনার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইনিন আফরোজের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন,সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতার,উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি,একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা,মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু,প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) খুরশিদ আলম,শিক্ষার্থী নুসরাত জাহান পান্না,শিক্ষার্থী রাকিব হাসান,শিক্ষার্থী শাহরিয়ার তানভীর শোভন প্রমুখ। 

অনুষ্ঠানে দেশের বিভিন্ন পাবলিম বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ চাটমোহর উপজেলার ৫৫জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী,অভিভাবক,শিক্ষক,সাংবাদিকসহ সুধিজন উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে