মোল্লাহাটে গৃহপরিচারিকাকে হত্যার অভিযোগ

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৬:১৪ এএম
মোল্লাহাটে গৃহপরিচারিকাকে হত্যার অভিযোগ

বাগেরহাটের মোল্লাহাটে ফুলজান বেগম ওরফে ফুলি (৪০) নামে এক গৃহপরিচারিকাকে হত্যার অভিযোগ উঠেছে সাবেক ইউপি চেয়ারম্যান সর্দার সাহিদুল ইসলামের স্ত্রী সাগরিকার বিরুদ্ধে। উপজেলার শুড়িগাতী সরকারি পুকুর এলাকায় গাওলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সর্দার সাহিদুল ইসলামের নতুন বাড়িতে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শরীরে আঘাতের চিহ্ন থাকায় এবং হত্যার অভিযোগ ওঠায় ওই গৃহপরিচারিকার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে থানা পুলিশ। ফুলজান বেগম ওরফে ফুলি ওই ইউনিয়নের মেঝেরা গাওলা এলাকার মৃত আতিয়ার রহমান শেখ ওরফে কানছুর মেয়ে। রাজ শেখ (১৭) নামে ফুলি বেগমের একটি ছেলে রয়েছে । ছেলে রাজের জন্মের পর থেকে স্বামী কোন খোঁজখবর না নেয়ায় অত্যন্ত অভাব-অনাটনের মাঝেই একমাত্র ছেলেকে নিয়ে চলছিল ফুলি। প্রায় ৮মাস আগে চেয়ারম্যানের বাড়িতে গৃহপরিচারিকার কাজ শুরু করেন এবং সেখানেই এতো দিন একাধারে ছিলেন। একাধিক সূত্র জানায়, চেয়ারম্যান সাহিদুলের ছোট স্ত্রী বদমেজাজি, এর আগেও সে কাজের মেয়ে রেখে নির্যাতন করে তাড়িয়েছ, এবার অসহায় ফুলি বেগমকে হত্যা করেছে। এঘটনার যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও ন্যায় বিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।হাসিনা (২৫) নামে এক মহিলা বলেন, আমি নিজে ফুলি আপার মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখেছি, ফুলি আমার আপন ফুফাতো বোন, চেয়ারম্যানের স্ত্রী সাগরিকা ১০ দিন আগে ফুলিকে হত্যার হুমকি দিয়েছিল। এরপর অসুস্থতার বিষয়ে কেউ কিছু না জানতেই তার মৃত্যু আবার আঘাতের চিহ্ন কিভাবে হলো ? চেয়ারম্যানের স্ত্রী সাগরিকা বলেন, ফুলি দীর্ঘ ৮মাস ধরে আমার বাসায় থাকছে, কেউ তাকে আনতে গেলেও সে আমার বাড়ি থেকে আসতে চাইতো না, একমাস আগে ফুলিকে চ্যালা (পোকা) কামড়ালে ভীষণ অসুস্থ হয়ে পড়ে, পরে তাকে অনেক টাকা ব্যয় করে চিকিৎসা করানো হয়েছে। এরপর শোকেজের গ্লাস ভেঙ্গে ফেলে ফুলি। তাই রাগ করে ফুলির মাকে বলেছিলাম ক্ষতিপূরণ দিয়ে ফুলিকে নিতে। ফুলি তার আপন ফুফাতো বোন বলেও জানান তিনি। এছাড়া দুই দিন আগে সিঁড়ি পরিস্কার করার সময় পড়ে যায় এবং যখমী হয়। তাকে কোন নির্যাতন করা হয়নি বলেও উল্লেখ করেন সাগরিকা। সাবেক ইউপি চেয়ারম্যান সর্দার সাহিদুল ইসলাম অনুরূপ বক্তব্য দেন এবং জানান, নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে তার বিরোধী পক্ষ এ হত্যার অভিযোগ তুলেছে। থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ থাকায় ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে