আসন্ন ঈদুল আযহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভা এলাকার অসহায় ও দুস্থদের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচীর ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভা কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জাকির মুন্সী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো: পারভেজ, পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপসহকারী প্রকৌশলী আবু সায়েম, প্রধান সহকারী সারোয়ার জাহান, লাইসেন্স পরিদর্শক সৈয়দ আবুল মুকিত আপেলসহ পৌরসভার অন্য কর্মকর্তা কর্মচারীসহ উপকারভোগীরা।
উল্লেখ্য, রহনপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায় ও দুস্থ ৪ হাজার ৬২১ জনকে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। ১ম দিন ১,২,৩,৪,৫ ওয়ার্ডের বাসিন্দাদের দেওয়া হয়।