সুজানগরে সরকারি কলেজের শিক্ষক পরিষদ গঠিত

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ৪ জুন, ২০২৫, ১২:১৬ পিএম
সুজানগরে সরকারি কলেজের শিক্ষক পরিষদ গঠিত

 পাবনার সুজানগরের দুলাই ডাঃ জহুরুল কামাল অনার্স কলেজ সরকারি হওয়ার পর এই প্রথম শিক্ষক পরিষদ গঠিত হয়েছে। রোববার ৮সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী ওই কমিটি গঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৮সদস্য বিশিষ্ট ওই কমিটিতে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আব্দুল মজিদ পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হন আর অন্যান্য পদে কণ্ঠ ভোট অনুষ্ঠিত হয়। এতে যৌথভাবে প্রভাষক কে,এম,সলিম উল্লাহ ও প্রভাষক মোঃ মোজাফফর হোসেন সাধারণ সম্পাদক, প্রভাষক শামীম চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক, প্রভাষক মনিরুজ্জামান কোষাধ্যক্ষ, শরীর চর্চা শিক্ষক মোঃ সাইফুল ইসলাম ক্রীড়া সম্পাদক, প্রভাষক খোন্দকার আব্দুল্লাহ আল মামুন সংস্কৃতি সম্পাদক ও প্রভাষক মোঃ জাহিদুল ইসলাম আপ্যায়ন সম্পাদক নির্বাচিত হন। উল্লেখ্য যে, ওই কমিটি কলেজের সকল প্রকার উন্নয়নসহ শিক্ষকদের যে কোন ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন।

আপনার জেলার সংবাদ পড়তে