সরাইলে সওজের জায়গার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : : | প্রকাশ: ৪ জুন, ২০২৫, ১২:৩০ পিএম
সরাইলে সওজের জায়গার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড মোড়ের পূর্ব পাশে সওজের জায়গার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে যৌথ বাহিনী। মহাসড়কে যানজটের নেপথ্যে অবৈধ দখল-খানাখন্দের উপর সরজমিন প্রতিবেদন প্রকাশের ১০ দিন পর গত মঙ্গলবার সকালে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন, জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুসরাত জাবিন, আশুগঞ্জ আখাউড়া চারলেন প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ শামীম আহমেদ, সেনা বাহিনীর ক্যাপ্টেন মাহিম মেজবাহ’র নেতৃত্বে সরাইল থানা, হাইওয়ে পুলিশ ও সেনা সদস্যরা এই অভিযানে অংশ গ্রহণ করেন। দীর্ঘ তিন যুগের দখলদারিত্বের অবসানে স্বস্থির নি:শ্বাস ফেলছে পথচারী ও যান চালকরা। উম্মূক্ত হয়েছে মহাসড়কের প্রায় ৫০-৬০ ফুট জায়গা। বিশ্বরোড মোড় যানজটমুক্ত হওয়ার আশা জেগেছে প্রশাসনসহ সকলের মনে।

সরজমিন অনুসন্ধানে প্রশাসন, ভুক্তভোগি যাত্রী চালক ও স্থানীয় সূত্র জানায়, গত এক বছরেরও অধিক সময় ধরে মহাসড়কের বিশ্বরোড মোড়ে দূর্বীসহ যানজটে নাকাল জন জীবন। সংশ্লিষ্ট প্রশাসন ও হাইওয়ে পুলিশ বিভিন্ন কৌশলে দিনরাত চেষ্টা করেও স্থায়ী ভাবে যানজট নিরসন করতে পারছিলেন না। প্রশাসন ও পুলিশ সদস্যরা যানজটের কারণ হিসেবে বিশ্বরোড মোড়ে সম্প্রতি সৃষ্ট খানাখন্দকে চিহ্নিত করে কাজ করেও সমাধান পাচ্ছিলেন না। এ বিষয়ে অনলাইন পোর্টালসহ জাতীয় দৈনিকে  ‘ সরাইলে যানজটের নেপথ্যে অবৈধ দখল-খানাখন্দ’ শিরোনামে সরজমিন প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয় এই যানজটের  নেপথ্যে মূল কারণ হচ্ছে বিশ্বরোড মোড়ের তিনপাশে সওজের জায়গার অবৈধ দখল ও সড়কের উপরে বড়বড় খানাখন্দ। যানজট নিরসনে হাইওয়ে ও থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নড়াচড়া করলেও মোড়ের পূর্ব পাশের সওজের জায়গার অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে না। জায়গা সওজের আঙ্গুলের ইশারায় দখলে নেন স্থানীয় প্রভাবশালী চক্র। পরে মোটা অংকের জামানত নিয়ে শতাধিক দোকান দৈনিক ৪-৫ শত টাকায় ভাড়া দেন। সন্ধ্যার পর প্রত্যক দোকান থেকে ভাড়া আদায় করে থাকেন। এই ব্যবসা চলছে দীর্ঘ ৩-৪ যুগেরও অধিক সময় ধরে। ফলে সেখানে সরূ হয়ে আছে মহাসড়ক। এর প্রভাব পড়ছে মহাসড়কে। ফলে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে যাত্রী ও যানবাহন। কিন্তু দখলদারদের কবল থেকে মুক্তি পাচ্ছে না সওজের জায়গা। প্রতিবেদনের বিষয় গুলো আমলে নেন প্রশাসন ও সংশ্লিষ্টরা। গত সোমবার সরাইল উপজেলা আইনশৃঙ্খলা সভায় মহাসড়কের যানজট আর দূর্ভোগ নিরসনের বিষয়ে আলোচনা হয়। মিডিয়ায় প্রতিবেদনের বিষয় উল্লেখ করে বিশ্বরোড মোড়ের পূর্ব পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সওজের জায়গা দখলমুক্ত করে মহাসড়কের প্রস্থ বৃদ্ধি করে যনজট নিরসনের সিদ্ধান্ত হয়। আর এই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবেই গতকাল যৌথ বাহিনী সেখানে ২ ঘন্টার অধিক সময় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা ঘুরিয়ে দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি ও চালক বলেন, মহাসড়কের জায়গা। উনাদের দোকান অনেক পূর্ব দিকে। দোকান উনাদের তাই মহাসড়কের জায়গাও নাকি উনাদেরই। পরিকল্পিত ভাবে মোটা অংকের ঘুষ দিয়ে সওজের জায়গায় পিডিবি’র পোল বসিয়েছেন। আমাদের টাকায় অস্থায়ী করে নিয়ে উনাদেরকে প্রতিদিন সন্ধ্যায় ৫ শত টাকা দিতে হয়। এক ভাই ইসলামিক দলের নেতা। আরেক ভাই যুবলীগ নেতা। আবার উনারা এমপি মন্ত্রী হওয়ার স্বপ্নও দেখছেন। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সওজের জায়গা দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন একটি চক্র। আমরা মিডিয়ার মাধ্যমে ও আমাদের তদন্তে বুঝতে পেরেছি দখলের কারণে মহাসড়কের প্রস্থ কমে গেছে। তাই মহাসড়কে নিয়মিত যানজট হচ্ছে। আইনশৃঙ্খলা সভার আলোচনা ও সিদ্ধান্ত বাস্তবায়ন করে মহাসড়ককে যানজটমুক্ত করতে আজকের এই উচ্ছেদ অভিযান। পিডিবি’র ১০টি পোল  সরানোর বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত ভাবে অবহিত করব। চারলেন প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ শামীম আহমেদ উচ্ছেদের পরই আবার দখল রোধে কোন প্রক্রিয়া আছে কী? এমন প্রশ্নের উত্তরে বলেন, বিভিন্ন কারণে আমাদের কাজটি ধীরগতিতে চলছে। আমরা কয়েক মাসের মধ্যেই ডিজাইন অনুসারে বিশ্বরোড গোল চত্বরে স্থায়ী কাজ করা হবে। ড্রেনের কিছু কাজ করা আছে। ফলে স্থায়ীভাবে সওজের জায়গা ব্লক হয়ে যাবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে