নাটোরের বড়াইগ্রামে রান্নার চুলার পাশে মোটর সাইকেলে পেট্রোল ঢালার সময় অগ্নিকাণ্ডে দুটি বাড়ি ভস্মিভূত হয়েছে। এ সময় আগুন নেভাতে গিয়ে স্বামী স্ত্রী সহ তিন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কালিকাপুর এলাকায় এই ঘটনা ঘটে। বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, কালিকাপুর গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী রান্নাঘরে রান্না করছিলেন। এ সময় তাদের মেয়ে জামাই সুমন জলন্ত চুলার পাশে বোতলে আনা পেট্টোল মোটর সাইকেলের ট্যাংকিতে ঢালছিলেন। এ সময় পেট্রোল ছিটকে চুলার আগুনে গিয়ে পড়ে। এতে আগুনের তীব্রতা বেড়ে মোটরসাইকেলে ধরে যায়। মুহুর্তেই অগ্নিকাণ্ডে আব্দুল মান্নানসহ পাশের অপর একজনের বাড়ির সাতটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে এসব ঘরে থাকা আসবাবপত্র, একটি মোটর সাইকেল, দুটি ফ্রিজসহ যাবতীয় মালামাল পুড়ে যায়। এ সময় আগুন নেভাতে গিয়ে সুমন, তার স্ত্রী শিলা আক্তার ও শ্যালিকা নীলা আক্তার আহত হন। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।