পবিত্র ঈদ-উল-আযহা উদ্যাপন উপলক্ষে রাজশাহীতেনানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং সরকারি ভবন ও সড়ক সজ্জিত করার ব্যবস্থা থাকবে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় মহানগরীর হযরত শাহ্মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প হিসেবে সকাল ৮টায় শাহ্মখদুম (র.) দরগাহ জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে। অন্যান্য ঈদগাহে নিজ নিজ ব্যবস্থাপনায় জামাত আয়োজন করা হবে। ঈদ উপলক্ষে কারাগার, হাসপাতাল, এতিমখানা, শিশুকেন্দ্রসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে পরিবেশন করা হবে উন্নতমানের খাবার। কোরবানির পর বর্জ্য অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নগরবাসীকে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।