৫৩ তম বিজয় দিবসে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও সকল শহীদের স্মরণে জেলার চর রাজিবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
সোমবার প্রতুষে শহীদ মিনারের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে সকল শহীদের স্মরণ ও আত্মার মাগফেরাত কামনা করা হয়।
চর রাজিবপুর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমানসহ ক্লাবের সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এ ছাড়া চর রাজিবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা তানভীর আহমেদ, সহকারী কমিশনার (ভুমি )জাহাঙ্গীর আলম বাবু,চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম।
এর আগে চর রাজিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ইউএনও তানভীর আহমেদ,চর রাজিবপুর থানার পক্ষে শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ওসি আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজিব পুর বিএম কলেজ , চর রাজিবপুর বিএম কলেজের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে সকাল নয়টায় উপজেলা বিএনপি , বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।
এছাড়া উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।