সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

এফএনএস (কে. এন. ইসলাম বাবুল; সিরাজদিখান, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৭ পিএম
সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বীর শহীদের স্মরণে সোমবার দিনব্যাপী নানা আয়োজন করা হয়। 

সারা দেশের ন্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা, খেলাধুলা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হয়।

শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুস্পস্তবক অর্পন করেন, উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার, এসিল্যান্ড সাইফুল ইসলাম, সহকারি পুলিশ সুপার আ ন ম ইমরান খান, ওসি হাফিজুর রহমান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, সিরাজদিখান প্রেসক্লাব সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। 

এছাড়া উপজেলার বিভিন্ন স্কুল কলেজ, মাদরাসা, ১৪ ইউনিয়ন বিএনপি কার্যালয় ও বেশ কিছু সামাজিক সংগঠন নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করেছে। 

আপনার জেলার সংবাদ পড়তে