নানা আয়োজনে মেহেরপুরে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। দিবসটি পালন উপলক্ষে রবিবার প্রত্যুষে (১৬ ডিসেম্বর) সরকারী কলেজ মোড়ে অবস্থিত গণকবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ, পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক সহ মুক্তিযোদ্ধারা, বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের প্রতিনিধি, সামাজিক,সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে ৩১বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সেখানে শহীদ শহীদদের আত্মার মাগফেরাত কামনাই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়া দিনের অনান্য কর্মসূচীর মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয়মেলার উদ্বোধন,শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা ও পুরুস্কার বিতরণী সহ হাসপাতাল ও শিশু পরিবারে উন্নত খাবার পরিবেশনের মধ্যে দিয়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হবে।