চাটমোহরে নারীর রহস্যজনক মৃত্যু,ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৫ জুন, ২০২৫, ০৭:০৫ পিএম
চাটমোহরে নারীর রহস্যজনক মৃত্যু,ঝুলন্ত  লাশ উদ্ধার

পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের উথুলী গ্রামের একটি লিচু বাগান থেকে জাহানারা বেগম (৫৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তাকে হত্যা করা হয়েছে,নাকি সে আত্মহত্যা করেছেন,তা নিয়ে নানা জল্পনা-জল্পনা চলছে। আজ বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জাহানারা ওই গ্রামের ফজলুর রহমান প্রামানিকের স্ত্রী।   

নিহতের স্বামী ও পারিবারের  সদস্যরা জানান, পুর্ববিরোধের জের ধরে প্রতিবেশী মিরাজুল মেম্বর (সাবেক),তার ছেলে সাগর,তার স্ত্রী এবং শাশুড়ি প্রায়ই জাহানারাকে মারধর করতো। গত বুধবার কলাগাছ কাটাকে কেন্দ্র করে মিরাজুল মেম্বার গং তাকে ফের মারধর করে। এতে তার একটি দাঁত ভেঙ্গে যায়। সে গ্রামের প্রধানের কাছে বিচার চান। বিচার চাওয়ার অপরাধে তাকে আবারো হত্যার হুমকি দেন মিরাজ ম্বোর গং। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরে একটি লিচু বাগানে জাহানারার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এটা পরিকল্পিত হত্যাকান্ড বলে নিহতের পরিবার এবং এলাকাবাসীর দাবি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়।  নিহতের স্বামী ফজলুর রহমান বলেন,তার স্ত্রীকে মিরাজ মেম্বাররা আগেও মারপিট করেছে। আমরা প্রধানদের কাছে বিচার চেয়েও পাইনি। বুধবার বাড়িতে কেউ না থাকার সময় মিরাজ গং জাহানাকে মরপিট করেছে। রাতে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান,এটা হত্যা নাকি আত্মহত্যা,তা জানা যাবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর। আমরা লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহের স্বামী ফজলুর রহমান আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় একটি মামলা করেছেন। আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে