বগুড়া জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছে ত্যাগী ছাত্রনেতা আলবীর ইসলাম শাওন।গতকাল বুধবার (৪ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার এই কমিটি প্রকাশ করা হয়। এতে ছাত্রদল নেতা আলবীর ইসলাম শাওন যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। জেলা ছাত্রদল নেতা আলবীর ইসলাম শাওন বলেন, বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি সরাসরি সামনের সারিতে রাজপথে লড়াই সংগ্রাম করেছি। বিএনপি ও অঙ্গসংগঠনের সব আন্দোলনে আমি শরিক হয়েছে। ত্যাগীদের মূল্যায়ন করার মাধ্যমে আমাকে বগুড়া জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ পদে রাখায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই। সেই সাথে ছাত্রদলের কেন্দ্রীয়, বগুড়া জেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদককে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।