সেনবাগে জায়গা জমিন নিয়ে বিরোধের জেওে বসতঘর ভাংচুর, আহত ৩

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৫ জুন, ২০২৫, ০৭:২০ পিএম
সেনবাগে জায়গা জমিন নিয়ে বিরোধের জেওে বসতঘর ভাংচুর, আহত ৩

সেনবাগে জায়গা জমিন নিয়ে বিরোধের জেরে ৪ প্রবাসীর নিমানাধীন বিল্ডিং ও বসতঘর ভাংচুর ,নগদ টাকা, স্বণালংকার লুট এবং নারীসহ ৩জন আহত করার অভিযোগ ওঠেছে একই বাড়ির মোঃ বিসমিল্লাহ (৬০), মোঃ আবু বকর (৬৭),মোঃ ইব্রাহিম, মোসাঃ নাছরিন আক্তার, মোসাঃ আয়শা আক্তার, মোসাঃ মুক্তা আক্তার (৩০) সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে। ওই হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনাটি ঘটেছে বুধবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার সময় উপজেলা ২নং কেশারপাড় ইউপির কেশারপাড় ৮নং ওয়ার্ড দক্ষিন পাড়া আহসান উল্যাহ মাষ্টার বাড়ীতে । এঘটনায় সৌদি প্রবাসীর স্ত্রী মোসাঃ মাহমুদা আক্তার বাদি হয়ে ৬জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৪/৫জনের নামে সেনবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। বৃহস্পতিবার দুপুরে থানার এসআই সনদ বড়ুয়া নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানাগেছে, হারুনুর রশিদ তার ভাই মোঃ মামুন ও সাইফুল ইসলাম সৌদিতে থাকেন এবং ছোট ভাই জাকের হোসেন দক্ষিণ আফ্রিক থাকেন। বাড়িতে পুরুষ কোন লোক না থাকার সুবাদে একই বাড়ির মোঃ বিসমিল্লাহ, মোঃ আবু বকর,মোঃ ইব্রাহিম, নাছরিন আক্তার, আয়শা আক্তার, মুক্তা আক্তার (৩০) সহ অজ্ঞাতনামা ৪/৫ জন আসামী  তাদের নির্মানাধীন বিলন্ডিং ও বসতঘরে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে ভাংচুর করে ও নগদ ১লাখ ৭০হাজার টাকা ৫ভরি স্বর্নালকার মোবাইল ফোন সহ মুল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে যোগাযোগ করলে বিসমিল্লাহ তাদের বিরুদ্ধে করা অভিযোগ অস্ব্ীকার করেন। এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) হামলা, ভাংচুর ও লুটপাটের এ কটি অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে