বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় বাগেরহাটের মোল্লারহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রেজাউল কবিরকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। তিনি বাগেরহাটের মোল্লারহাট উপজেলার চাদেরহাট গ্রামের মৃত-মুকবুল শেখের ছেলে। ইমিগ্রেশন পুলিশ জানায়, ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট জমা দেন আওয়ামী লীগ নেতা শেখ রেজাউল কবির। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের তিনি স্বীকার করেন তার নামে মোল্লারহাট থানায একাধিক মামলা রয়েছে। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তানন্তর করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, আটক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা থাকায় আজ দুপুরে তাকে মোল্লারহাট থানা পুলিশের কাছে হস্তানন্তর করা হয়েছে।