লালপুরে কোরআনের প্রথম সবক ও টুপি বিতরণ

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ৬ জুন, ২০২৫, ০৭:১২ পিএম
লালপুরে কোরআনের প্রথম সবক ও টুপি বিতরণ

নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর পূর্বপাড়া জামে মসজিদ চত্বরে শুক্রবার (৬ জুন) সকালে এক আবেগঘন ও পবিত্র পরিবেশে জেনাস তা'লিমুল কোরআন মাদ্রাসা রামকৃষ্ণপুর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পবিত্র কোরআনের প্রথম সবক প্রদান এবং বিনামূল্যে কোরআন ও টুপি বিতরণ অনুষ্ঠান। সকালের বাতাসে শিশুদের কণ্ঠে উচ্চারিত নূরের বাণী এক অনন্য সুর ছড়িয়ে দেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের শিক্ষা ও গবেষণা সম্পাদক মোঃ জিয়াউর রহমান। সঞ্চালনায় ছিলেন মাদ্রাসার শিক্ষক হাফেজ সোয়াইফ আহমেদ (ইউসুফ) ও মাওলানা মাইনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব মুফতি সাজ্জাদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সালাহ উদ্দীন, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সিমানুর রহমান, নওপাড়া উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী, কো-চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম। এছাড়াও বিভিন্ন শাখার শিক্ষকবৃন্দ এবং জেনাস পরিবারের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফান্ড ম্যানেজমেন্ট সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন। এরপর নবীন শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দেওয়া হয় এবং শ্রদ্ধার সাথে টুপির মাধ্যমে ইসলামী অনুশীলনের প্রাথমিক পরিচয় প্রদান করা হয়। অতিথিরা ফুল দিয়ে শিক্ষার্থীদের অভিনন্দন জানান। বক্তারা তাঁদের বক্তব্যে একটি সুন্দর, সুশৃঙ্খল, শান্তিপূর্ণ সমাজ গঠনে ইসলামী শিক্ষার গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেন। তারা বলেন, শিশুদের জীবনের শুরু থেকেই নৈতিকতা ও শিষ্টাচারমূলক শিক্ষায় গড়ে তুললে তারা আগামীর আলোকিত নাগরিক হিসেবে সমাজে অবদান রাখতে পারবে। বক্তারা জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা রক্ষায় সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান। জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও মানবিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, আত্মকর্মসংস্থান, পুনর্বাসন ও জরুরি সহায়তা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অনুষ্ঠানে বক্তারা অত্র প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে