আগামীকাল শনিবার মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। অনেকে এটাকে কোরবানির ঈদ বলেন। এই ঈদের অন্যতম ইবাদত আল্লাহর সন্তুষ্ঠির জন্য পশু কোরবানি করা। ফলে ঈদের আগে কোরবানি পশু কেনাবেচার ধূম পড়ে যায়। এবারও এর ব্যতিক্রম ছিলো না। ব্যতিক্রম ছিলো শুধু কোরবানি পশুর হাটে সেনাবাহিনীর অভিযান।
পাবনার চাটমোহর উপজেলার কোরবানি পশুর হাটে সেনাবাহিনী অভিযান পরিচালনা করেছে। এতে করে স্বস্তি দেখা দেয় ক্রেতা ও বিক্রেতাদের মাঝে। গত বুধবার (৪ জুন) চাটমোহর নতুন বাজার নতুন হাটে এবং আজ শুক্রবার (৬ জুন) অমৃতকুন্ডা (রেলবাজর) কোরবানি পশুর হাটে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। এসময় ইজারাদার কর্তৃক আদায়কৃত অতিরিক্ত খাজনা বা হাসিলের টাকা ফেরত দেওয়া হয়। পরবর্তীতে ইজারাদার শুধুমাত্র ক্রেতার কাছ থেকে সরকার নির্ধারিত খাজনা নিতে বাধ্য হন। সেনাবাহিনী হাটে আসার আগে অসাধু ইজারাদার ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত হারে হাসিল আদায় করছিলেন। সেনা অভিযানের সময় মূল ইজারাদার গা ঢাকা দেন। সেনাবাহিনীর অভিযানকে সাধুবাদ জানান, হাটে আসা ক্রেতা ও বিক্রেতারা। তারা দাবি করেন এই অভিযান শুধু কোরবানি পশুর হাটে নয়, সপ্তাহের প্রত্যেকটি গরু-ছাগলের হাটে পরিচালনা করা দরকার। কারণ, ইজারাদার সারা বছরই বিক্রেতার কাছ থেকে খাজনা আদায় করে থাকেন।