পাবনার চাটমোহরে পুকুরের পানিতে ডুবে নূর ছালিম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে স্বজনরা। শিশুটি উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর গ্রামের নাসির হোসেনের ছেলে।
পরিবারিক সূত্র জানায়, বাড়ির সামনে বিকেলে উঠোনে বসে খেলছিল নূর ছালিম। এদিকে স্বজনরা বাড়ির উঠোনে ধান মাড়াই করা নিয়ে ব্যস্ত ছিলেন। হঠাৎ শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেশকিছুক্ষণ খোঁজার পর বাড়ির পাশের পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করলে নূর ছালিমের মরদেহ পানির নিচে পাওয়া যায়। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে নূর ছালিমকে মৃত ঘোষণা করেন ওই চিকিৎসক। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক।