পরিবারের সাথে কোরবানির ঈদ পালন করা হলো না গার্মেন্টস শ্রমিক রানার (২৩)। পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের সে দাঁথিয়া কয়রাপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে। ঈদের ছুটিতে ঢাকার গার্মেন্টস থেকে গত বৃহস্পতিবার (৫ জুন) নিজ বাড়ির উদ্দেশ্যে বাসযোগে রওনা হয়েছিলেন রানা। কিন্তু আজ শুক্রবার (৬ জুন) সকালে তার লাশ পাওয়া যায় ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কের টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গায় সড়কের পাশে। পরে পুলিশ ও এলাকাবাসী তার কাছে থাকা কাগজপত্র থেকে তার পরিচয় নিশ্চিত করে পরিবারের সাথে যোগাযোগ করে। লোকজনের ধারণা, সম্ভবত রানা বাসের ছাদে ভ্রমণ করছিলেন। রাতের কোন এক সময় সে বাসের ছাদ থেকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পাওয়ার পরে পরিবারসহ কালিহাতিতে পেঁছে।