আগাম বন্যায় ডুবে যাচ্ছে চাটমোহর উপজেলার নিম্নাঞ্চলের পাকা বোরো ধান। এতে করে কৃষকরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। পানি মারিয়ে পাকা ধান কেটে তুলছেন তারা। সংকট দেখা দিয়েছে কৃষি শ্রমিকের। প্রতিদিনেই বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন তারা। উপজেলার হান্ডিয়াল, নিমাইছড়া ও ছাইকোলা ইউনিয়নের নিম্নাঞ্চলের পাকা বোরো ধান নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষক। আজ শুক্রবার হান্ডিয়াল ইউনিয়নের দরাপপুর ও স্থল এলাকায় গিয়ে দেখা গেছে কৃষক পানির মধ্যেই পাকা বোরো ধান কেটে তুলছেন। বেশি মজুরি দিয়েও মিলছেনা কৃষি শ্রমিক। প্রতিদিন যেভাবে পানি বাড়ছে, তাতে কৃষকরা ধান ঘরে তুলতে চরম হিমশিম খাচ্ছে। তাছাড়া প্রায় দিনই বৃষ্টি হওয়ার কারণে ধান মাড়াই করতেও চরম সমস্যায় পড়েছেন কৃষক।